Tuesday, July 16, 2019

পৃথিবীকে কেন্দ্র করেই সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহ প্রদক্ষিন করছে যুক্তি দিয়ে এ তথ্যকে সর্বপ্রথম ভুল প্রমানিত করলেন ইওহানেস কেপলার

সৌরজগতের গ্রহ-নক্ষত্র নিয়ে অ্যারিষ্টটলের যুগ থেকেই এই ধারনা প্রচলিত ছিল যে, সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো পৃথিবী। জ্যোর্তিবিজ্ঞানী কোপারনিকাসই সর্বপ্রথম এই বিভ্রান্তিমূলক তত্ত্বের বিরোধিতা করে বলেন, পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো সর্য। পৃথিবীসহ অন্যান্য গ্রহ তাদের নিজ নিজ কক্ষপথে সূর্যকেই প্রদক্ষিন করছে। কিন্তুু এই গ্রহ প্রদক্ষিণের গতিধারার নিয়ম ( Planetary Motion ) যিনি সর্বপ্রথম সূত্রায়িত করেন তাঁর নাম ইওহানেস কেপলার ( Johannes Kepler )। এই আবিষ্কারই তাঁকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি এবং প্রতিষ্ঠিত করে চিরকালীন সম্মানের আসনে। তিনিই সর্বপ্রথম সৌরজগতের কোন গ্রহ কত গতিবেগে এবং কত দূর থেকে সূর্যকে প্রদক্ষিন করেছে, তার সূত্র নির্ণয় করেন। এটি ছিল জ্যেতির্বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের আবিষ্কার। বিস্তারিত>>

No comments:

Post a Comment