Tuesday, July 16, 2019

যার গবেষণায় প্রমানিত হয় আমাদের হৃৎপিণ্ড পাম্প করে ধমনীর মধ্য দিয়ে দেহের বিভিন্ন অংশে রক্ত প্রেরণ করে।

ষোড়শ শতাব্দীর প্রায় শেষের দিকে বিজ্ঞানজগতে, বিশেষত শারীরিক অঙ্গসংস্থান এবং শারীরবৃত্ত বিষয়ে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন উইলিয়াম হার্ভে ( William Harvey )। তিনিই সর্বপ্রথম প্রাণী দেহের হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করেন। তাঁর গবেষণায় এবং পরীক্ষায় মানবদেহের অঙ্গসংগঠনের বিন্যাসগত চিন্তা ও অনুশীলনে এক নতুন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। তিনিই গবেষনণার দ্বারা সর্বপ্রথম প্রমাণ করেন যে, আমাদের হৃৎপিণ্ড পাম্প করে ধমনীর মধ্য দিয়ে দেহের বিভিন্ন অংশে রক্ত প্রেরণ করে। বিস্তারিত>>

No comments:

Post a Comment