Wednesday, July 24, 2019

অক্সিজেন আবস্কিারক জোশেফ প্রিস্টলি

পৃথিবীর বিশাল জলরাশী এবং ততোধকি বিশাল জীবজগৎ যে সৃষ্টি হয়ছে তার মূলে আছে কতগুলো প্রাকৃতিক গ্যাসীয় পর্দাথ। প্রকৃতিতে বিশেষ করে বায়ূমণ্ডলে যে দুটো গ্যাসের প্রাধান্য সবচয়ে বেশি সে দুটো হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। এর মধ্যে অক্সিজেনই জীবজগতের সবচয়ে বেশি প্রয়োজনীয়। অক্সিজেন ছাড়া পৃৃথিবীর একটি প্রানীও বাঁচতে পারে না। বিস্তারিত...

No comments:

Post a Comment