Tuesday, July 16, 2019

আধুনিক মূদ্রণশিল্পের ইতিকথা

মানবসভ্যতার আজ আনেক অগ্রতি হয়েছে, মানুস জ্ঞান ও বিজ্ঞানে অর্জন করেছে চরম সাফল্য। এর মূলে রয়েছে মুদ্রনশিল্প। মুদ্রন শিল্পের যদি প্রসার না ঘটত, তা হলে সভ্যতা এত দ্রুত বিকাশ লাভ করতে পারতো না। যত বেশি প্রকাশনা বা মূদ্রন শিল্পর প্রসার ঘটেছে, ততই হয়েছে মানুষের জ্ঞান বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির ধারা। তাই একথা নির্দ্ধাধায় বলা যায়-মানুষে জ্ঞেনবিকাশের মানুষের জ্ঞান বিকাশের সবচে বড় সহয়ক হছে মুদ্রনশল্প। আর এই মুদ্রনশিল্পের বিকাশে ক্ষেত্রে যে-ব্যক্তিটির সবচেয়ে বড় অবদান, তিনি হলেন জার্মানির সেই মহান আবিষ্কারক ইওহানেস গুটেনর্বাগ ( Johannes Gutenberg ) । তিনিই সর্বপ্রথম পূনর্ব্যহারয়োগ্য ধাতব টাইপ আবিষ্কার করে মুদ্রণশিল্পের ক্ষেত্রে সৃষ্টি করেন এক যুগান্তরের। বিস্তারিত>>

No comments:

Post a Comment