Wednesday, July 24, 2019

অক্সিজেন আবস্কিারক জোশেফ প্রিস্টলি | সোডা ওয়াটার আবিস্কার ও ‘কেপল পদক’

প্রথমে তিনি ডিসেন্টার্স অ্যাকাডেমিতে ভাষা শিক্ষক হিসেবে যোগদান করলেও পরে যোগ দেন এর রসায়ন বিভাগে। ক্রমে রসায়ন শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে থাকে তাঁর। শুরু হয় ঘরে বসেই তাঁর নানারকম বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষার কাজ। এরই মধ্যে একদিন খবর পেলেন বিখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্যাঙ্কলিন লন্ডন বেড়াতে আসছেন। যথাসময়ে তিনি সাক্ষাৎ করলেন ফ্যাঙ্কলিন সাথে। তখনও তড়িৎবিজ্ঞানের ওপর ভাল কোন বই ছিল না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রিস্টলিকে তড়িৎবিজ্ঞানের ওপর বই লেখার অনুরোধ জানালেন। কিন্তু বই লিখতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হলো প্রিস্টলিকে। দেখা গেল হাতের সমনে রেফারেন্স বই নেই। আসল কথা হলো, তড়িৎবিজ্ঞানের ওপর তেমন কোনো মৌলিক গবেষনাও হয়নি। বই লেখার পাশা পাশি যেসব বিষয়ে তিনি সমস্যার সম্মুখীন হতেন, সেগুলো নিয়ে নিজেই গবেষনা শুরু করে দিলেন। এভাবেই তিনি আবিষ্কার করলেন কার্বন যে একটি বিদ্যুৎ সুপরিবাহী বস্তু তার সূত্র। বিস্তারিত...

No comments:

Post a Comment