বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Tuesday, July 16, 2019
রজার বেকনের যে সব উদ্ভট ভাবনা আজ বাস্তবে রূপ নিয়েছে
বিজ্ঞানের আজ এই যে উন্নতি, তার ক্রমবিকাশে বিশ্বোর যেসব মনীষী তাঁদের জীবন উৎসর্গ করেছেন, সারাজিবনের সাধনা দিয়ে যাঁরা এর মূল ভিত্তি রচনা করে গেছেন, তঁদের অন্যতম ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী রজার বেকন (Roger Bacon)। বলতে গেলে তিনিই আধুনিক বিজ্ঞানের মূল স্থপতি।
মহাকাশযান আজ আধুনিক বিজ্ঞানের এক বিরাট বিষ্ময়। কিস্তু এই মহাকাশযান বা রকেট আবিষ্কারের গোড়াতে রয়েছে রজার বেকনের বিরাট অবদান। রকেটের মূল ভিত্তি আতশবাজি। বিভিন্ন বিস্ফোরকের সংমিশ্রন ঘটিয়ে আতশবাজি তৈরি করা হয়।
আতশবাজির মূল উপাদান ব্ল্যাক পাউডার (Black Powder)। ঐতিহাসিকরা বলেন, বজার বেকনই প্রথম এই পাউডার আবিষ্কার করেন করেন। বিস্তারিত>>
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment