বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Wednesday, July 31, 2019
ওল্ড টেস্টামেন্ট বা বাইবেল পুরাতন নিয়ম | দ্বিতীয় পর্ব
আধুনিক সংস্করনে সন্নিবেশিত এই বক্তব্যেও বেশির ভাগ পাঠকের পক্ষে বাইবেলের বানীর নির্ভুলতা নিয়ে বির্তক উত্থাপনস করা সম্ভব নয়।
তবুও কথা থেকে জায়। কেননা ইতোমোধ্য বেশ কিছুসংখ্যক পুরোহিত-পণ্ডিত বাইবেল সম্পর্কে বেশকিছু রচনা প্রকাশ করেছে। এসব রচনা যদিও সর্বসাধারনের জন্য নয়, তবুও সে সবের প্রতি যদি কেউ দৃষ্টি নিক্ষেপ করেন, দেখতে পাবেন, বাইবেলের অন্তর্ভুক্ত বিভীন্ন পুস্তকের যে নির্ভুলতার এতোকাল যাবত উপাসনালয়ের মতোই নির্মল ও পবিত্র বলে মনে করা হতো, সেই নির্ভুলতার প্রশ্নে জড়িয়ে রয়েছে নানা ঘোর-প্যাঁচ। আরো আছে...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment