Friday, July 26, 2019

অক্সিজেন আবিস্কারক জোশেফ প্রিস্টলি | জল সৃষ্টির ধারনা

অক্সিজেন ছাড়াও কয়েকটি নতুন গ্যাস আবিস্কার করেন। এগুলো হলো- কার্বন মনোঅক্সাইড, এ্যামোনিয়া, নাইট্রেট অক্সাইড, নাইট্রোজেন এবং সালফার ডাই অক্সাইড। প্রিস্টলি শুধু বিজ্ঞানীই ছিলেন না, তিনি একজন ভাল লেখকও। তিনি নানা বিষয়ের ওপর অনেকগুলো বই লিখে গেছেন। তিনি ১৭৬৭ থেকে ১৭৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মযাজক ছিলেন। এ সময় তিনি ধর্ম ও সাধারন শিক্ষার প্রায় ৩০ খানার মতো বই রচনা করেন। ১৭৭৩ থেকে ১৭৭৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লর্ড সেলাবার্নের ব্যাক্তিগত লাইব্রেরীর দ্বায়ীত্ব পালন করেন। এসময় তিনি রচনা করেন প্রায় ২০ টির মতো বই। প্রায় ঠিক একই সময়ে আরো একটি যুগান্তকারী ঘটনা ঘটে। প্রিস্টলি খবর পান যে, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ ‘জ্বালানি বায়ু ’ অর্থাৎ ‘হাইড্রজেন’ আবিস্কার করেন। তখন কেউ এই গ্যাস সম্পর্কে কিছু জানত না। ব্যপারটা শোনার পর প্রিস্টলি নিজেও এই গ্যাস সম্পর্কে উৎসাহি হয়ে ওঠেন এবং গবষেনা শুরু করেন। একদিন তিনি পাত্রের মধ্যে লেড অক্সাইড নিয়ে তাতে হাইড্রোজেন গ্যাস ভরে তার মুখ বন্ধ করে দিলেন। তারপর উত্তপ্ত করতে লাগলেন। কিছুক্ষন পরে দেখা গেল পাত্রের নিচে তলানি হিসেবে কিছু লেড পড়ে আছে। তিনি আরো দেখতে পেলেন যে পাত্রের গায়ে বিন্দু বিন্দু জল জমা হয়েছে। পরবর্তী...

No comments:

Post a Comment