Monday, July 22, 2019

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এর বর্ণাঢ্য জীবন | বজ্রনিরোধক দণ্ড ‘ফ্রাঙ্কলিন রড’ আবিস্কার

১৭৪৫ খ্রিস্টাব্দে শুনলেন ড. স্পেনসার বোস্টনে আসছেন বিজ্ঞানের ওপর বক্তিৃতা দোয়ার জন্য। তাঁর এই বক্তিতার বিষয় ছিল বিদ্যুৎ। এই বক্তিৃতা শুনে বাড়ি ফিরেই বেঞ্জামিন নিজেও শুরু করলেন পরীক্ষানিরীক্ষা। তৈরি করলেন আনেকগুলো যন্ত্রপাতি। তারপর তিনিই প্রথম আবিষ্কার করেন যে, ঘর্ষনের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় বলে যে কথা প্রচলিত আছে, সেটা ঠিক নয়। ঘর্ষণে বিদ্যুৎ সংগৃহীত হয় মাত্র, তৈরি হয় না। বিস্তারিত...

No comments:

Post a Comment