বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Monday, July 22, 2019
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এর বর্ণাঢ্য জীবন | লেখক হিসেবে আত্মপ্রকাশ
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জন্ম ১৭০৬ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি বোস্টন শহরে এক গরিব মোমবাতিওয়ালার ঘরে। পিতার নাম জোসিয়া ফ্রাঙ্কলিন আর মায়ের নাম আবিয়া।
বাবা মোমবাতি তৈরি করে বাজারে বিক্রি করতেন আর তা দিয়েই কোনোমতে তাঁদের সংসার চলত। তাই ছেলেমেয়েদের লেকাপড়া শেখানোর প্রতি কোনে আগ্রহ ছিল না তাঁর। কিন্তুু সেকালে নিয়ম ছিল প্রত্যেক পিতামাতাকে তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে হবে, নইলে দিতে হবে জরিমানা। বিস্তারিত...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment