বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Wednesday, July 31, 2019
বাষ্পীয় ইঞ্জিন আবিস্কার
আগেই উল্লেখ করা হয়েছে। জেমস ওয়াট খুব বেশি দূর লেখাপড়া করতে পারেননি । সংসারের অভাব- অনটনের জন্য কিশোর বয়সেই তাঁকে কাজের সন্ধানে বের হতে হয়।
মাত্র ১৯ বছর বয়সে তিনি লন্ডনের এক কারখানায় চাকরি নিন। এখানে তাঁকে দিনরাত পরিশ্রম করতে হতো। কারখানার স্যাঁতসেঁতে পরিবেশ আর কঠোর পরিশমে দু দিনের তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ে। তারপর একদিন নিষ্ঠুর মালিক তাঁকে বের করে দেন কারখানা থেকে। কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই আবার তিনি বের হন কাজের সন্ধানে। আরো আছে...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment