বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Friday, July 26, 2019
জোশেফ প্রিস্টলির নিজ দেশ হতে বিতাড়ন
প্রিস্টলি বার্মিংহামে ছিলেন ১৭৮০ থেকে ১৭৯১ পর্যন্ত। পালন করেছিলেন একটি নব্য ধর্মসম্প্রদায়ের ধর্মযাজকের দায়িত্ব। এই সময় তাঁর গ্রহন করা ধর্ম-মতবাদের ওপর তিনি বেশ কিছু প্রবন্ধ রচনা করেন। এতে করে প্রাচিন পন্থিরা তাঁর ওপর ভীষন খেপে যায়। ধীরে ধীরে তাঁর বিরুদ্ধবাদিদের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ব্যাপারটা তিনি তেমন আমল দিলেন না। তিনি প্রকাশ্যই ফরাসি বিপ্লবের প্রতিও সমর্থন করতে থাকেন। ব্যাপারটা তার জন্য ঘৃতে আত্মাহুতি দেয়ার শামিল হয়ে দাঁড়ায়। পরবর্তী...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment