বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Friday, July 26, 2019
অক্সিজেন আবিষ্কার
প্রিস্টলির জীবনের সবচেয়ে বড় আবিষ্কার অক্সিজেন।
এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে ১৭৭৪ খ্রিস্টাব্দের ১ আগষ্ট তারিখে।
এটা ছিল তার জীবনের একটি আকষ্মিক আবিস্কার। সেদিনও তিনি নিজের ঘরে বসে গবেষনা করছিলেন। একটি পাত্রে কিছু পরিমান সালফিউরিক অক্সাইড নিয়ে উত্তপ্ত করছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন পাত্রটি থেকে এক ধরনের বায়বীয় পর্দাথ বের হয়ে যাচ্ছে। তিনি এই বায়বীয় পদার্থটি একটি পাত্রে সংরক্ষণ করলেন। তারপর তাই নিয়ে শুরু করলেন গবষেণা। দেখলেন, এই বায়ূর মধ্যে কোন জ্বলন্ত মোমবাতি প্রবেশ করালে তা আরো সতেজ হয়ে ওঠে। বিস্তারিত...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment