Tuesday, July 16, 2019

প্রচারের দিক থেকে বাইবেলের পরেই ছিল যে বইটির স্থান | জ্যামিতির জনক ইউক্লিডের আবিস্কার সমূহ

আমাদে ইস্কুল কলেজে এখন পর্যন্ত যে-ধরনের জ্যামিতি পরানো হয়, তার আধিকাংশ সূত্রেরই আকিস্কারক প্রাচীন অঙ্কশাস্ত্রবিদ ইউক্লিড (Euclid)। তাই তাঁকেই অভিহিত করা হয় জ্যামিতর জনক বলে। যিশুখ্রিস্টেও জন্মর ৩০০ বছর আগের যেসব জ্যামিতিক সূত্র প্রচলিত ছিল ইউক্লিডই প্রথম সেগুলো সংকলন করে। প্রবাদ আছে- ইউক্লিডের এই আঙ্কশাস্ত্রর গ্রন্থটি সেকালে এত ব্যপকভাবে জনপ্রিয় হয়েছিল যে, বাইবেলের পরেই ছিল এর স্থান। ইউক্লিডের মৃত্যুর আড়াই হাজার বছর পরেও আজও স্কুল-কলেজে যে জ্যামিতিশাস্ত্র পড়ান হয়,তারও মূলে ইউক্লিডেরই তত্ত্ব। বিস্তারিত...

No comments:

Post a Comment