Wednesday, July 31, 2019

ওল্ড টেস্টামেন্ট বা বাইবেল পুরাতন নিয়ম | তৃতীয় পর্ব

সপ্তম শতাব্দী পর্যন্ত এই বাইবেল প্রামান্য গ্রন্থ হিসেবে চালু ছিলো। সাধারন্যে ব্যবহাবের জন্য খ্রীস্টান জগতে বাইবেলের যে গ্রীক পাঠটি চালু আছে তার মূল খসড়াটি Codex Vaticanus নামে তালিকাভুক্ত হয়ে ভাটিক্যান নগরীতে সংরক্ষিত রয়েছে। এরই আরেকটি খসড়া ল-নের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত হচ্ছে Codex Sinaiticus নামে। এই উভয় খসড়া প্রনয়নের সময়কাল হচ্ছে খ্রীস্টপরবর্তী চতুর্থ শতাব্দী। খ্রীস্টীয় ৫ম শতাব্দের শুরুতে সেন্ট জেরোমে হিব্রু দলিল প্রমান সহযোগে ল্যাটিন ভাষায় আর একটি বাইবেল প্রকাশ করতে সমর্থ হন। খ্রীস্টীয় সপ্তম শতাব্দির পর এই বাইবেলের ব্যাপক প্রচার ঘটে। এটি সাধারন্যে ‘ভালগেট’ নামে পরিচিতি লাভ করে। এ প্রসঙ্গে বাইবেলের আরামীয় এবং সিরিয়াক (পেশিত্তা) আনুবাদের কথা উল্লেখ করতে হয়। কিন্তু এই উভয় অনুবাদই অসম্পূর্ন। আরো আছে...

No comments:

Post a Comment