Friday, August 9, 2019

বাইবেল পুরাতন নিয়ম | খ্রীস্টান লেখকদের বিভ্রান্তি | পর্ব ৪

যা হোক, আমরা এখানেই কার্ডিন্যাল ড্যানিয়েলুর আলোচনার ইতি টেনে ফিরে যেতে চাই সেই মধ্যযুগে, যখন বাইবেলকে ঠিক যেমনটি আছে, তেমনটিই বিনা প্রশ্নে মেনে নিতে হতো এবং কনফরমিস্ট (কনফরমিস্ট তাঁদের বলা হয় যাঁরা চার্চ অব ইংল্যাণ্ডের উপাসনা- পদ্ধতি বিনা দ্বিধায় মেনে চলেন) ছাড়া বাইবেল সম্পর্কে আলোচনা করার কোনো অধিকার কারো ছিলো না। কিন্তু মধ্যযুগের এসব বিধি-নিষেধ আরোপের মুখেও সে বিষয়ে বাইবেলের আলোচনায় উচ্চ পর্যায়ের যুক্তি-বিজ্ঞানের প্রয়োগ আমরা লক্ষ্য করি। এই প্রসঙ্গে সেন্ট অগাস্টিনের নাম উল্লেখ করা যেতে পারে। বাইবেলের ব্যাখ্যায় যুক্তি-বিজ্ঞানের প্রয়োগ ছিলো তাঁর নিজস্ব চিন্তার ফসল এবং সে যুগে তিনি একাই এই যুক্তি-বিজ্ঞানের ধারাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আরো আছে...

No comments:

Post a Comment