Friday, August 9, 2019

যেভাবে আবিস্কার হলো গুটি বসন্তের টিকা | এডওয়ার্ড জেনার | পর্ব ২

এধরনের একটা ঘটনা জেনার ছাত্রজীবনেই একার প্রত্যক্ষ করেছিলেন। এক গাঁয়ে দেখা দিয়েছিল বসন্ত মহামারী । বাড়ির সবাই বসন্ত রোগে আক্রান্ত, কিনতু দেখা গেল সবার সেবা-শুশ্রূষা করার পরও বাড়ির কাজের মেয়েটির কিছুই হয়নি। সে দিব্যি ভালো আছে। ব্যাপারটা দেখে জেনার খুবই অবাক হন। তিনি পরীক্ষা করে আরও অবাক হয়ে যান। দেখেন, মেয়েটির কেবল দুটো হাত গো-বসন্ত রোগে আক্রান্ত । অর্থাৎ গো-বসন্ত রোগে আক্রান্ত হওয়ার কারণেই সে বসন্ত রোগের হাত থেকে রেহাই পেয়েছে। পরে জেনার এই ঘটনার সূত্র ধরেই আবিষ্কার করেন তার জগদ্বিখ্যাত 'বসস্তের টিকা' এবং এই কালব্যাধির হাত থেকে রক্ষা করেন পৃথিবীর কোটি কোটি মানুষকে। তাঁর একটিমাত্র আবিষ্কারক এডওয়ার্ড জেনারের জন্ম ইংল্যান্ডের সোডবারি জেরার ব্রিস্টলের কাছাকাছি বার্কলে শহরে ১৭৪৯ খ্রিস্টাব্দের ১৭ মে ছেলেবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল তিনি একজন চিকিৎসাবিজ্ঞানী হবেন । তাই তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা শুরু করেন। আরো আছে...

No comments:

Post a Comment