Friday, August 9, 2019

বাইবেল পুরাতন নিয়ম | খ্রীস্টান লেখকদের বিভ্রান্তি | পর্ব ৬

এদিকে কোন কোন আধুনিক ধর্মবেত্তা এসব গরমিলের মধ্যে মিল দেখাতে গিয়ে অর্থাৎ ইতিহাস ও বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ভ্রান্তিপূর্ন নানান ঘটনার সামঞ্জস্য বিধান করতে গিয়ে সত্যের চিরাচরিত সংজ্ঞার পরিবর্তন সাধনেও ব্রতী হয়েছেন। বাইবেলের বিধৃত সত্যের উপরে আলোকপাত করতে গিয়ে ওইসব লেখক তাদের নানান রচনায় 'সত্য' সম্পর্কে যেসব অদ্ভুত অদ্ভুত বক্তব্য পেশ করার প্রয়াস পেয়েছেন, বর্তমান পুস্তকে তার বিশদ আলোচনার তেমন কোন অবকাশ নেই। তবুও নমুনা হিসাবে লরেটজ-এর "হোয়াট ইজ দা ট্রুথ অব দা বাইবেল?‘১ পুস্তকে প্রদত্ত বিজ্ঞান সম্পর্কিত একটা সিদ্ধান্ত তুলে ধরছি। আরো আছে...

No comments:

Post a Comment