Friday, August 9, 2019

বাইবেল পুরাতন নিয়ম | খ্রীস্টান লেখকদের বিভ্রান্তি | পর্ব ৫

পক্ষান্তরে আধুনিক যুগের বিশেষজ্ঞদের বেলায় দেখা যাচ্ছে, তারা বাইবেলের রচনায় ভ্রান্তি অপনোদনের চেয়ে ভ্রান্তি সংক্রান্ত অভিযোগগুলি খণ্ডন করার জন্যই বিশেষ পরিশ্রম করে যাচ্ছেন। বাইবেলের আদি পুস্তকের ভূমিকা লিখতে গিয়ে ফাদার ডি ভক্স জানাচ্ছেন, কেন তিনি বাইবেলের বক্তব্যসমূহ ইতিহাস ও বিজ্ঞানের দৃষ্টিতে অগ্রহনযোগ্য হওয়া সত্বেও সেগুলিকে যে কোন মূল্যে সমর্থন করতে চান। এই একই আলোচনায় তিনি "যে নিয়ম ও পদ্ধতিতে আধুনিক যুগের মানুষ ইতিহাসের চুলচেরা বিচার-বিশ্লেষণ করে থাকেন,” সে পদ্ধতিতে বাইবেলে বর্ণিত ইতিহাসকে বিশ্লেষণ না করারও আবেদন জানাচ্ছেন। তাঁর এই বক্তব্য থেকে মনে হয় যেন যে কোন পদ্ধতিতেই ইতিহাস রচনা ও আলোচনা সম্ভব। অথচ (যে কেউ স্বীকার করবেন যে,) ইতিহাস যখন সঠিকভাবে উপস্থাপিত করা না হয় তখন তা আর ইতিহাস থাকে না, হয়ে পড়ে প্রতিহাসিক উপন্যাস। কিন্তু বর্তমানের যুক্তি-বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত নিরিখে এ ধরনের কোন এতিহাসিক উপন্যাসকে এখন আর সঠিক ইতিহাস হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। অথচ এই আধুনিক ভাষ্যকার ভূতত্ব, জীবাশ্ম বিজ্ঞান কিংবা প্রাগৈতিহাসিক কোন বিষয়কে যে ভাবে বিচার-বিশ্রেষণ করা হয়, বাইবেলের কোন রচনাকে সে ধরনের কোন তথ্য ও প্রমাণ ছারা যাচাই-বাছাই করে নেওয়ারও বিরোধী। আরো আছে...

No comments:

Post a Comment