বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Friday, August 9, 2019
যেভাবে আবিস্কার হলো গুটি বসন্তের টিকা | এডওয়ার্ড জেনার | পর্ব ৩
বিষয়টা নিয়ে তিনি তার সমকক্ষ অন্য ভাক্তারদের সাথেও আলাপ-আলোচনা চালান : সবাই এ নিয়ে বিস্থয় প্রকাশ করতে থাকেন। কিন্তু কোনো সমাধানে পৌছুতে পারেন না। এরপর তিনি নিজেই ভয়ঙ্কর এক পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে বসেন। পরীক্ষা ছিল খুবই ঝুঁকিপূর্ণ । কারণ তার অনুমান যদি সত্যি না হয়,তা হলে বিনষ্ট হবে একটি মূলাবান এক শিশুর জীবন আর তিনি নিজেও এই অপরাধের জন্য শাস্তির সম্মুখীন হবেন। ১৭৯৬ বিসটান্দে তিনি একটি গো-বসন্ত রোগাক্রান্ত মেয়ের হাতের বসস্তের পুঁজ তুলে নেন সিরিঞ্জের সাহায্যে । তারপর সেই পুঁজ জেমস ফিলিপস নামের এক সুস্থ সবল বালকের শরীরে প্রবিষ্ট করান । দেখা গেল কয়েক সন্তাহের মধোই বালকটি আক্রান্ত হয়ে পড়ছে গো-বসন্তে। আরো আছে...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment