Friday, August 9, 2019

বাইবেল পুরাতন নিয়ম | খ্রীস্টান লেখকদের বিভ্রান্তি | পর্ব ৩

আরেক পন্থায়ও বাইবেলের বিতর্কিত এবং যুক্তির বিচারে অথহণযোগ্য রচনাসমূহ সাধারণ্যের নিকট গ্রহণযোগ্য বলে চালানোর প্রয়াস চলে। তা হলো, এ ধরনের রচনার ব্যাপারে ভাষ্যকারদের যুক্তিহীনভাবে সমর্থন প্রদানের প্রবণতা । এই প্রবণতায় তাঁরা সংশ্লিষ্ট রচনার সঠিকত্ব বিচারের গুরুত্ব এড়িয়ে পাঠকদের মনোযোগ ভিন্ন দিকে পরিচালিত করার প্রয়াস পেয়ে থাকেন। কার্ডিন্যাল ড্যানিয়েলুর মহাপ্লাবন সংক্রান্ত বাইবেলের বক্তব্যের ব্যাখ্যা এর প্রধান উদাহরণ। ‘লিভিং গড’ পত্রিকায় (Dieu vivant, 38,1974, PP 95- 112) প্রকাশিত ‘ফ্লাড, ব্যাপ্টিজম, জাজমেন্ট’ শীর্ষক রচনায় তিনি বলেন ‘‘চার্চের প্রাচীন বিবরনগুলিতে দেখা যায়, মহাপ্লাবনের একটি ধর্মতান্তিক ব্যাখ্যা রয়েছে। চার্চের এসব বিবরণীর মতে, এই মহাপ্রাবন ঘটনার মধ্যে যীশুখ্রীস্ট ও চার্চের সাদৃশ্য রয়েছে -এই ঘটনা বস্তুতই তাৎপর্যপূর্ণ।” আরো আছে...

No comments:

Post a Comment