বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Tuesday, August 6, 2019
বাইবেল পুরাতন নিয়ম | খ্রীস্টান লেখকদের বিভ্রান্তি
বাইবেলের এই পুঞ্জীভূত ভূল, অবাস্তবতা ও স্ববিরোধিতার প্রশ্নে খ্রীস্টান ভাষ্যকার ও ব্যাখ্যাদাতাদের বিচিত্র মনোভাব দর্শনে যে-কেউ অবাক না হয়ে পারবেন না। অবশ্য কিছুসংখ্যক ভাষ্যকার বাইবেলের কিছু কিছু ত্রুটি-বিচ্যাতির কথা স্বীকার করে নিতে দ্বিধা করেননি এবং নিজেদের রচনায় ওইসব সমস্যার মীমাংসা খুঁজে বের করতেও চেষ্টার কোন ক্রটি রাখেননি। কিন্তু বাদবাকি ভাষ্যকার বাইবেলের ওইসব অগ্রহণযোগ্য বাণীর ব্যাপারে ভাসাভাসা আলোচনা চালিয়েই ক্ষান্ত হয়েছেন। শুধু তাই নয়, বাইবেলের প্রতিটি বাণীকে বর্ণে বর্ণে গ্রহণ করার সমর্থনেও তাঁরা জোর-বক্তব্য পেশ করেছেন। আরো আছে...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment