Friday, August 9, 2019

যেভাবে আবিস্কার হলো গুটি বসন্তের টিকা | এডওয়ার্ড জেনার

আজ থেকে পঞ্চাশ বছর আগেও বসন্ত রোগ ছিল এক মারাত্মক 'আতন্ক। পৃথিবীর সল্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ছিল আরও করুণ। যখন কোনো গ্রামে বসন্ত রোগ দেখা দিত, ক্রমে তা মহামারীর রূপ ধারণ করে, মৃত্যুর কারণ ঘটাত হাজার হাজার মানুষের । বসন্ত রোগে আক্রান্ত হলে তখন খুব কম লোকই বেঁচে উঠত । কেউ প্রাণে বেঁচে গেলেও সারাজীবনের জন্য শরীরে বয়ে বেড়াতে হতো এই রোগের বীভৎস ক্ষতচিহ্ন। এই ভয়ঙ্কর কালব্যাধির হাত থেকে যে মহান রক্ষ্ করেছেন পৃথিবীর মানুষকে তার নাম বিজ্ঞানী এওয়ার্ড জেনার (Edward Jenner)তাঁর আবিষ্কৃত বসন্তের টিকার ব্যাপক ব্যবহারের ফলে শতান্দীকালের মেধ্যেই এই রোগ আজ নির্মূল করা সম্ভব হয়েছে। আরো আছে...

No comments:

Post a Comment