বাংলা সাহিত্য এবং বাংলা ভাষায় সংকলিত লিখা যা সাহিত্য চর্চা ও সকল শ্রেণীর মানুষের জ্ঞান বিকাশে সহায়ক তা সকলের নিকট পৌছে দেয়াই আমাদের অভিপ্রায়। www.banglasahitto.com
Friday, August 9, 2019
যেভাবে আবিস্কার হলো গুটি বসন্তের টিকা | এডওয়ার্ড জেনার | পর্ব ৪
ফলে যারা তাঁর সমালোচনা করত ক্রমেই তারা তাদের মাথা নিচু করতে বাধ্য হলেন। এবার তারাই নিন্দা ছেড়ে পঞ্চমুখ হয়ে উঠলেন জেনারের প্রশংসায় ।
এ-ভাবেই জেনারের নাম ছড়িয়ে পড়ে চারদিকে । দেশব্যাপী ব্যবহৃত হতে থাকে তার আবিষ্কৃত টিকা। শুধু তাই নয়, চিকিৎসাবজ্ঞানের একজন খ্যাতিমান পুরুষ হিসেবে সম ইউরোপেও ছড়িয়ে পড়ে তার নাম।
হল্যান্ড এবং ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের ধর্মযাজকরা,যাঁরা এতদিন জেনারের নিন্দায় সোচ্চার ছিলেন,তাঁরা নিজেরাই এবার জেনার আবিষ্কৃত টিক্ গ্রহনের জন্য মানুষকে উপদেশ দিতে লাগলেন চিকিৎসাশাস্ত্রে এই বিস্মযকর অবদানের জন্য ব্রিটিশ পার্লামেন্ট তাঁকে ১৮০২. থেকে ১৮০৫ খ্রীস্টাব্দের মধ্যে ২০,০০০ পাউন্ড অনুদান প্রদান করে। more...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment