Sunday, August 4, 2019

বাইবেলের আদি উৎস | টেন-কম্যাণ্ডমেন্টস

এটা বিশ্বাস করার যথেষ্ট কারন রয়েছে যে, খ্রীস্টপূর্ব ত্রয়োদশ শতকের শেষভাগে ইহুদীরা যখন কেনানে বসতি স্থাপন করেছিলো, তখন থেকেই ঐতিহ্যবাহী এসব কাহিনী লিপিবদ্ধ ও সংরক্ষনের কাজ শুরু হয়। তবে, সে লেখা যে নির্ভুল ছিলো, তা নয়। এমনকি আইন বা বিধানের মতো যেসব বিষয়ে মানুষের চাহিদা ছিলো সর্বাধিক, তেমনি অন্য আরো যেসব বিষয় স্থায়ীভাবে ধরে রাখা প্রয়োজন ছিলো। সে সব বিধান এবং বিষয়ও নির্ভুলভাবে লিখিত হয় নি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধাতার নিজ হাতে রচিত বলে প্রচারিত দশটি বিধান বা টেন-কম্যাণ্ডমেন্টস। আরো আছে...

No comments:

Post a Comment