Friday, August 9, 2019

বাইবেল পুরাতন নিয়ম | খ্রীস্টান লেখকদের বিভ্রান্তি | পর্ব ৭

বিজ্ঞানের বিচারে বাইবেলের বাণীর এতসব ত্রান্তি সম্পর্কে খ্রীষ্টান লেখকদের এ ধরনের মানসিকতাই প্রমাণ করে যে, এতদ্সংক্রান্ত আলোচনা ওইসব লেখকের জন্য কতোটা অস্বস্তিকর। এর দ্বারা আরো প্রমাণিত হয় যে, যুক্তি-জ্ঞানসম্পন্ন যে কাউকেই আজ বাইবেলের বাণীর অযৌক্তিকতা হয় স্বীকার করে নিতে হবে, নতুবা তাঁকে মানতেই হবে যে, ওইসব বাণী মানুষেরই রচনা। কিন্তু যাই করা হোক, বাইবেলের ওইসব বাণী যে মোটেও ওহী বা প্রত্যাদেশপ্রাপ্ত অর্থাৎ অবতীর্ণ ঐশী বাণী নয়, সেটা সাব্যস্ত হতে আর বাকি থাকে না। ঐশী গ্রন্থ হিসাবে বাইবেল যে কতোটা সঠিক, সে সম্পর্কে খ্রীস্টান মহলে এর অস্বস্তিকর অবস্থা আরো প্রকটভাবে ফুটে উঠেছে দ্বিতীয় ভ্যটিক্যান কা্‌উন্সিল, অধিবেশনে (১৯৬২-১৯৬৫)। তিন তিনটি বছর ধরে আলাপ-আলোচনা চালাবার পরেও এই অধিবেশনে চূড়ান্ত কোন প্রস্তাবের ব্যাপারে ঐকমত্যে পৌছান সম্ভব হযনি। আরো আছে...

No comments:

Post a Comment